প্রথমবারের মতো ভারতে গর্ভধারণ করলেন ট্রান্সজেন্ডার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


প্রথমবারের মতো ভারতে গর্ভধারণ করলেন ট্রান্সজেন্ডার
প্রথমবারের মতো ভারতে গর্ভধারণ করলেন ট্রান্সজেন্ডার

প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন ভারতের এক ট্রান্সজেন্ডার। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার গর্ভবতী ওই রূপান্তরকামী ব্যক্তির নাম জাহাদ। 


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার সঙ্গী নৃত্যশিল্পী জিয়া পাভাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমার সঙ্গী জাহাদ এখন আট মাসের গর্ভবতী।


জিয়া লিখেছেন, ‘অবশেষে আমাদের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা জানতে পেরেছি, আট মাস বয়সী ভ্রূণ এখন জাহাদের পেটে। ভারতে এটি প্রথম ট্রান্স পুরুষের গর্ভাবস্থা।’


রাজ্যের কোঝিকোড এলাকায় তিন বছর ধরে একসঙ্গে বাস করছেন এই ট্রান্স দম্পতি। ২১ বছর বয়সী জিয়া মালাপ্পুরম জেলার বাসিন্দা, তিনি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তার সঙ্গী ২৩ বছর বয়সী জাহাদ তিরুবনন্তপুরমের বাসিন্দা। লিঙ্গ রূপান্তর করা ব্যক্তিদের সমাবেশে তাদের পরিচয় হয়েছিল।


জিয়া ও জাহাদ দম্পতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে বেবি বাম্প দেখাচ্ছেন জাহাদ, তার পাশে হাস্যোজ্জ্বল দাঁড়িয়ে আছেন জিয়া। 


জানা যায়, পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলেও নারীতে পরিণত হয়েছিলেন জিয়া। অন্যদিকে নারী হয়ে জন্ম নিয়ে পুরুষে পরিণত হয়েছিলেন জাহাদ।