দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র

বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রবীর মিত্র ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশে থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। হাঁটুর সমস্যার কারণে (৯ ফেব্রুয়ারি) দুপুরে তার হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া।

সোনিয়া বলেন, ‘আগে থেকেই আব্বার হাঁটুতে সমস্যা আছে। এদিকে আব্বার বোন ও পরিবারের অনেক সদস্যই ভারতে থাকেন। তাই তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে জটিল কোনো সমস্যা হয়নি। সবাই দোয়া করবেন।

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। তবে বেড়ে ওঠেন ঢাকায়। ‘লালকুটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৯ সালে ‘জলছবি সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন এ অভিনেতা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বহু নন্দিত ও কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন।

ওআ/