২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে ধসে পড়া তুরস্কের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ২২ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হলো।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে এই ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযানের একটি ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
উদ্ধার হওয়া নারীর নাম-পরিচয় জানায়নি আনাদোলু এজেন্সি। তবে তারা বলছে, স্থানীয় অধিবাসীদের সহায়তায় দেশটির জাতীয় উদ্ধারকারীরা এই নারীকে উদ্ধার করেছেন।
সোমবর (৬ ফেব্রুয়ারি) সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৪ হাজার ৮৯০ জন মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছে ৩ হাজার ৩৮১ জন। সিরিয়ায় নিহত দেড় হাজার। উভয় দেশে হাজারো মানুষ আহত হয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ।