দুই হাজার কর্মী ছাটাই করছে বোয়িং!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৭ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


দুই হাজার কর্মী ছাটাই করছে বোয়িং!
বোয়িং

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। চলতি বছরে প্রতিষ্ঠানটি তাদের কর্মী ছাটাই করার পরিকল্পনা করছে। কোম্পানিটির ফিন্যান্স ও হিউম্যান রিসোর্স বিভাগ থেকে এই কর্মীদের ছাটাই করা হবে বলে জানা গেছে।


মঙ্গলবার (৭ মঙ্গলবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্যই বোয়িং এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 


গেল কয়েক বছরগুলো ৩৭ ম্যাক্স মডেলের বিমানের বড় দুর্ঘটনার কারণে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বোয়িংকে। কোম্পানিটি বিবিসিকে জানায়, 'ছাটাইয়ের শিকার হওয়া কর্মীদের তারা সবধরনের সহায়তা করবে এবং পরবর্তী সময়ে তাদের কর্মসংস্থানের চেষ্টাও করা হবে।'


বিপরীতে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যালচারিংয়ে মনোযোগী হওয়া বোয়িং চলতি বছর সংশ্লিষ্ট বিষয়ে আরও ১০ হাজার কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে।


জেবি/এসবি