আবারও ভূমিকম্পে কাপল তুরস্ক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


আবারও ভূমিকম্পে কাপল তুরস্ক
ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা- ছবি: আনাদোলু এজেন্সি

তুরস্কের পিছু যেন ছাড়ছে না ভূমিকম্প। আবারও ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে। এ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৩টার দিকে দেশটির গোলবছি শহরের ছয় কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। 


বার্তা সংস্থা সিএনএন জানায়, সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কে দিনভর অন্তত ১০০টি ‘আফটার শক’ হয়েছে।


এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।


এ পর্যন্ত তুরস্কে প্রায় আট হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশজুড়ে ধসে গেছে অন্তত ৪ হাজার ৭৪৮টি ভবন।


মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানানো হয়।


সূত্র: বিবিসি