পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩০ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩০ জনের
ঘটনা স্থলের ছবি

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও গাড়ির সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। 


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ওই প্রদেশের শিটিয়াল অঞ্চলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে বাসটির সংঘর্ষ হয় এবং বাসটি খাদে পড়ে যায়।


এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের জন্য প্রার্থনা করেছেন। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি।


জেবি/এসবি