ধ্বংসস্তূপ থেকে ৪৮ ঘণ্টা পর ২ মাসের শিশুকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:১৮ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পর বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) কাহরামানমারাস প্রদেশের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয় বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এলবিস্তান জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার মোহাম্মদ দোগান বোস্তান নামের ওই শিশুকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের সময় শিশু মোহাম্মদ তার হাতের আঙুল চুষছিল। শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কিছুক্ষণ আগে তার মাকেও জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুরস্কের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সোমবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছে।