গরু পাচার মামলায় দেবকে আইনি নোটিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গরু পাচার মামলায় দেবকে আইনি নোটিশ

কলকাতার সুপারস্টার অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী দেব। সম্প্রতি গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এরমাঝে এই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে।

জানা গেছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সিবিআইয়ের তরফে এই মর্মে দেবের কাছে একটি নোটিশ গেছে। ওই নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে নায়ক দেবের সঙ্গে গরু পাচার-কাণ্ডের কী সম্পর্ক সেটি এখনও স্পষ্ট নয়। এমনকি সিবিআইয়ের নোটিশেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

সূত্রের খবর- গরু পাচার-কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে সমস্ত সাক্ষীদের জেরা করেছিল, তাদের বয়ানেই উঠে এসেছে দেবের নাম। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দেব। এখন পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গরু পাচার-কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্তা ও কিছু ইনস্পেক্টরকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলেও সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। সূত্র: আনন্দবাজার

ওআ/