ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরতে নোটিশ জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এদিন ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতিকে উৎসাহিত করার জন্য ভালোবাসা দিবসে ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করতে এক বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সকল গো-প্রেমিরা মা গুরুর গুরুত্ব মাথায় রাখবেন। ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে পারে এবং জীবনকে সুখ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করতে পারে।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গুরুকে জড়িয়ে ধরে ‘মানসিক সমৃদ্ধি’ আসবে এবং ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ’ বাড়বে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে পশ্চিমা সংস্কৃতির দিকে সবার ছুটে চলার কারণে বৈদিক ঐতিহ্যগুলো প্রায় বিলুপ্তির পথে। পশ্চিমা সভ্যতার ঝলকানি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয় বলেও জানান কর্মকর্তারা।
জেবি/এসবি