নিরাপত্তা শঙ্কায় চীনের তৈরি সিসি ক্যামেরা সরাচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩
জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই শঙ্কায় প্রতিরক্ষা সংক্রান্ত ভবনগুলো থেকে চীনের তৈরি নজরদারি ক্যামের সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
সম্প্রতি তদন্ত করে চীনা কোম্পানী নির্মিত ৯০০টি নজরদারি পণ্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দেখতে পায় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
এর আগেও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নেয়, মার্কিন ও ব্রিটিশ সরকারের দাবি ছিল, এসব ডিভাইসে চীন সরকারের প্রবেশাধিকার রয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের এক তদন্তে বলা হয়, ২০০-এর বেশি স্থাপনায় এসব চীনা ক্যামেরা ও নিরাপত্তা পণ্য খুঁজে পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, পরিপূর্ণ নিরাপত্তার স্বার্থে এসব ডিভাইস অচিরেই সরিয়ে ফেলা হবে।