অবশেষে কাউ হাগ ডে প্রত্যাহার করল ভারত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৩


অবশেষে কাউ হাগ ডে প্রত্যাহার করল ভারত
গরুকে আলিঙ্গন

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন করতে হবে, এমন কর্মসূচির ঘোষনা দিয়েছিল ভারতের সরকার। গরু যদি গুঁতিয়ে দেয়? কাউ হাগ ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছিল মজার মজার কন্টেন্ট। 


পুরো ভারতজুড়ে চরম আপত্তিতে অবশেষে সেই নির্দেশটি প্রত্যাহার করেছে ভারতীয় সরকোর । তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।


এদিকে সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গরু প্রেমীদের ভালোবাসা দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে গরুকে জড়িয়ে ধরার কথা জানিয়েছিল ভারতীয় সরকার। এতে গো মাতার কথা উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছিলেন সবারই গরুকে ভালোবাসা দরকার। এদিকে বঙ্গ বিজেপির অনেকেই সেই সুরে সুর মিলিয়ে কাউ হাগ ডে পালনের প্রস্তুতি শুরু করেছিলেন। একেবারে স্বদেশী কায়দায় ভ্যালেন্টাইন ডে উদযাপনের উদ্যোগ।


কিন্তু এসবের মধ্যেই অনেকেই প্রশ্ন তুলছিলেন গরুকে জড়িয়ে ধরতে গেলে যদি গুঁতিয়ে দেয়? তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কেন্দ্র। এইদিনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না।


আরএক্স/