ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর এক পরিবারের ৫ সদস্য উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে উদ্ধারকারী দল ১২৯ ঘণ্টা পর পাঁচ সদস্যের একটি পরিবারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই পরিবারটি পাঁচ দিন ধরে তাদের ধসে পড়া একটি বাড়িতে ছিলেন।
তুরস্কে ভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে বহু মানুষ। উদ্ধারকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু যত সময় যাচ্ছে ততই জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসাবশেষের ঢিবি থেকে মা ও মেয়ে হাভা এবং ফাতমাগুল আসলানকে বের করে আনে। দলগুলো পরে শিশুদের বাবা হাসান আসলানের কাছে পৌঁছান।
কিন্তু হাসান দাবি করেন, তার অন্য মেয়ে জেইনেপ এবং ছেলে সালটিক বুগরাকে আগে বাঁচাতে হবে। তারপর তিনি বের হয়ে আসবেন। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা জেইনেপ, সালটিক ও তাদের বাবাকে বের করে আনে উদ্ধারকারীরা।
এসময় উদ্ধারকারীরা উল্লাস করে এবং ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেয়।
১২৯ ঘন্টা পরে নাটকীয় উদ্ধারের ফলে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে শনিবার উদ্ধার হওয়া লোকের সংখ্যা কমপক্ষে নয়জনে পৌঁছেছে।