এবারের ভূমিকম্প ১৯৯৯ সালের চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী: এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৩


এবারের ভূমিকম্প ১৯৯৯ সালের চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী: এরদোয়ান
দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ারবাকিরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান- ছবি: আনাদোলু এজেন্সি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প ১৯৯৯ সালের ভূমিকম্পের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী ছিল্য।


তিনি বলেন, ১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।


শনিবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ারবাকিরে ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধার কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 


তিনি আরও বলেন, ১৯৩৯ সালের এরজিনকান অঞ্চলে ভূমিকম্পের চেয়েও এটি ভয়াবহ এবং ধ্বংসাত্মক ছিল।


তিনি বলেন, সোমবার কাহরামানমারাস প্রদেশকে কেন্দ্র করে দক্ষিণ তুর্কিতে জোড়া ভূমিকম্পের পর থেকে কমপক্ষে ২১ হাজার ৮৪৮ জন নিহত এবং ৮০ হাজার ১০৪ জন আহত হয়েছেন।


তিনি আরও বলেন, ১ লাখ ৬০ হাজার সেনা সদস্য ১০টি প্রদেশে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাদের সঙ্গে বিদেশি উদ্ধারকারী টিমের সদস্যরাও রয়েছেন। এ সময় তিনি বিদেশিদের সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।


এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, এই বিপর্যয়ের মধ্যে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তাদের আটক করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।