পুলিশের গাড়িতে হামলায় প্রাণ গেল ৭ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


পুলিশের গাড়িতে হামলায় প্রাণ গেল ৭ জনের
পুলিশের গাড়িতে হামলায় প্রাণ গেল ৭ জনের

পেরুর কেন্দ্রস্থলে কোকেন উৎপাদনের জন্য পরিচিত এক এলাকায় বন্দুকধারীদের অ্যামবুশে পড়ে ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির ন্যাশনাল পুলিশ এ খবর দেয়।


ভ্যালি দে লস রিওস আপুরিমাক, এন ওয়াই মান্তারো (ভিআরএইএম) নামে পরিচিত আন্দিজের দুর্গম বনজঙ্গলময় এলাকার নাতিভিদাদ শহরে পুলিশের ওপর এ হামলা হয়।


হামলার জন্য এখন পর্যন্ত কাউকে দায়ী করেনি কর্তৃপক্ষ। ভিআরএইএম নামের এলাকাটিতে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের টিকে থাকা অংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাদক পাচারকারীদের শক্তিশালী উপস্থিতি আছে।   


প্রায় পুয়ের্তো রিকোর সমপরিমাণ ভূখণ্ডের ভিআরএইএম শাইনিং পাথের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক আক্রমণের কেন্দ্রে অবস্থান করছে।


পুলিশের অভিযোগ, শাইনিং পাথ মাদক পাচারকারীদের ‘দেহরক্ষীর’ ভূমিকা পালন করছে।