তুরস্ক-সিরিয়ায় নিহত ৩৪ হাজার ছাড়াল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


তুরস্ক-সিরিয়ায় নিহত ৩৪ হাজার ছাড়াল
ভূমিকম্পের পর বর্তমান অবস্থা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর নিহত ইতোমধ্যে ৩৪ হাজার ছাড়িয়েছে। আহত লাখেরও বেশি। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছ, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ১৭৯ -তে পৌঁছেছে। এর মধ্যে তুরস্কের ২৯ হাজার ৬০৫ এবং সিরিয়ায় ৪ হাজার ৫৭৫ জন। তবে, জাতিসংঘ বলছে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।


উদ্ধারকারীরা বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, হাতায় প্রদেশে অজ্ঞাত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বেস ক্যাম্পে আশ্রয় চেয়েছে।


এক বিবৃতিতে লেফটেন্যান্ট কর্নেল পিয়েরে কুগেলওয়েস বলেছেন, তুরস্কে দলগুলোর মধ্যে আগ্রাসন বাড়ছে।


সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ আইএসএআর ও জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফের (টিএসডব্লিউ) জার্মান শাখাও নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে অপারেশন স্থগিত করেছে।


অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লুটপাটের অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বন্দুকও জব্দ করা হয়েছে।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ পরিস্থিতিতে কেউ আইন ভঙ্গ করলে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন তিনি।


জেবি/এসবি