মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩
ঘটনা স্থলে পুলিশের টহল

মার্কিট যুক্তরাষ্ট্রে মিশিগান টেস্ট বিশ্ববিদ্যালয়ের বন্ধুকধারীর প্রকাশ্য গুলিতে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা র রয়টার্সেরর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসবি