দুধের কেজি ২১০-মুরগি ৫০০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৮ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


দুধের কেজি ২১০-মুরগি ৫০০
দুধের কেজি ২১০-মুরগি ৫০০

ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে পাকিস্তান। ৪৮ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখছে দেশটি। গত কয়েকমাস ধরেই সেখানে আটা, চা, চিনি, দুধসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকারের ছবি ধরা পড়েছে একাধিক সংবাদ মাধ্যমে। 


এদিকে যত দিন যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য আকাশ ছোঁয়া হচ্ছে।


পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটিতে প্রতি লিটার দুধের দাম পাকিস্তানি মুদ্রায় ১৯০ থেকে বেড়ে হয়েছে ২১০ রুপি।


দুধের দাম নিয়ে করাচি মিল্ক রিটেইলার্স অ্যাসোসিয়েশনের মিডিয়া কোঅর্ডিনেটর ওয়াহিদ গাদ্দি ডনকে বলেছেন, এক হাজারেরও বেশি দোকানদার অতিরিক্ত দামে দুধ বিক্রি করছেন। এগুলি আসলে পাইকার বা দুগ্ধ খামারিদের দোকান, আমাদের সদস্যদের নয়।


এদিকে গত দুইদিনে সেখানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ রুপি বেড়ে ৪৮০ টাকা থেকে ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংসের দাম হয়েছে প্রতি কেজি ১ হাজার থেকে ১১০০রুপি।


সিন্ধু পোল্ট্রি পাইকারি বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক কামাল আখতার সিদ্দিকি বলেছেন, পোলট্রি মুরগির খাবারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া খামারিরা দাম বাড়াতে বাধ্য হয়েছে।


ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানে মূল্যস্ফীতি ৪৮ বছরের সর্বোচ্চ। সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে দেশটি।