ভালোবাসা দিবসে সমকামীদের গণবিয়ের আয়োজন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোর একটি রাজ্যে গণবিয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রায় এক হাজার দম্পতি অংশ নিয়েছেন। এসব দম্পতিদের মধ্যে ৩৫ জন একই লিঙ্গের।
এ বিষয়ে সদ্য বিবাহিত ২৪ বছর বয়সী সারাই ভার্গাস বলেন, দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ১৪ ফেব্রুয়ারি তারিখে আমাদের সাক্ষাৎ হয়েছিল। ২৪ বছর বয়সী ভার্গাসের জীবনসঙ্গীর নাম ইয়াজমিন অ্যাকোস্তা।
তিন মাস আগে রাজ্য সরকার একই লিঙ্গের মধ্যে বিয়ের অনুমতি দেওয়ায় আমরা খুশি বলেও জানান তিনি।
স্থানীয় প্রশাসনের খবরে বলা হয়েছে, প্রায় এক হাজার দম্পতি এই গণবিয়েতে তাদের জীবনসঙ্গীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য মেকআপ সেবা ও হেয়ারড্রেসিং সেবা দেওয়া হয়েছে।
ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে একই লিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টি এখন বৈধতা দিচ্ছে প্রশাসন।
সূত্র: এনডিটিভি