তুরস্কে ২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ জীবিত মা উদ্ধার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


তুরস্কে ২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ জীবিত মা উদ্ধার
তুরস্কে ২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ জীবিত মা উদ্ধার- ছবি: ডেইলি মেইল

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ মাকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তারা জানায়, বুধবার ২ সন্তান ও মাকে উদ্ধার করা হয়েছে আন্তাকিয়া শহর থেকে।


এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর পরবর্তী আফটারশকে শহরটির অনেক ভবন ধসে পড়ে।


বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, উদ্ধারকৃত ওই মায়ের নাম এলা। আর তার দুই সন্তানের নাম মিসাম এবং আলী। ভূমিকম্প আঘাত হানার প্রায় ১০ দিন পর তাদের নিজ অ্যাপার্টমেন্টের নিচ থেকে উদ্ধার করা হয়।


এর আগে বুধবার তুরস্কের কাহরামানমারাস নামক শহর থেকে ২২২ ঘণ্টা পর ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়। ওই একই শহর থেকে পরবর্তীতে ৭৪ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় পাওয়া যায়।


সূত্র: আল জাজিরা