পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ প্রাণ গেল ২ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১৯ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩
পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী একটি ট্রেনে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (১৬ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন।
দেশটির কর্মকর্তারা বলেছেন, কোয়েটা থেকে রাওয়ালডিন্ডি যাওয়ার পথে যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাঞ্জাবের চিচাওয়াত্নি জেলায় পৌঁছানোর পরপরই যাত্রীবাহী ট্রেনটির একটি শৌচাগারে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী বলেছেন, বিস্ফোরণের ধরন এখনও পরিষ্কার হওয়া যায়নি।
মুলতানের ডেপুটি পুলিশ সুপার হাম্মাদ হাসান বলেছেন, সন্ত্রাসবিরোধী বিভাগের একটি দল বিস্ফোরণ স্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।
তিনি বলেছেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। ট্রেনে বিস্ফোরণের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানানো হবে। হাম্মাদ হাসান বলেন, বিস্ফোরণের ব্যাপারে পাঞ্জাব রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে পুলিশি তদন্তও চলছে।