বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে মিলল ১৮ মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব উদ্ধারকৃতদের নাগরিকত্ব জানানো হয়নি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার সরকারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে অন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।
পরিত্যক্ত গাড়িটি প্রায় ৪০ জন অভিবাসীকে অবৈধভাবে পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকৃত জীবিতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসি বলছে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়। এই ট্রাকটি কাঠের নিচে লুকিয়ে থাকা অভিবাসীদের অবৈধভাবে পরিবহন করছিল। ট্রাকের চালক পলাতক ছিল।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।
পুলিশ মানব পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জেবি/এসবি