বাস খাদে পড়ে নারী-শিশুসহ প্রাণ গেল ১৪ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৩
পাকিস্তানের পাঞ্জাবে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬৪ জন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) পাঞ্জাবের চাকওয়াল জেলায় এ ঘটনাটি ঘটে।
এদিকে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ডন তাদের এক প্রতিবেদনে বলে, বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোর ফেরার পথে মহাসড়কে আকাবাঁকা মধ্যে দিয়ে যাওয়ার সময় বাসটির ব্রেক-ফেল হয় এবং বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মী ও পুলিশের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দু’জন হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।