শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের ৭ দশমিক ২ মাত্রা ছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে এই ভূমিকম্পে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য জানায়।
বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকটতম চীনের সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। দেশটির জিনজিয়াং অঞ্চলের পশ্চিম অংশের কাশগর ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।
জেবি/এসবি