ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই নিন্দা জানান।
জাতিসংঘের হিসেবে বছর জুড়ে চলা এই সংঘাতে অন্তত ৭ হাজার ১৯৯ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। আহতও হয়েছে আরও হাজার হাজার মানুষ। মার্কিন সামরিক বাহিনীর মতে, ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষেরই লক্ষাধিক সেনা হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যাও ১৩ লাখের বেশি।
জাতিসংঘ মহাসচিব ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি সামনে রেখে বলেছেন, ‘এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
জাতিসংঘের এই শীর্ষ কর্তা মনে করেন, এই সংঘাতের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক উত্তেজনাও উস্কে দিয়েছে এই দীর্ঘ মেয়াদি যুদ্ধ।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘যুদ্ধ কোনো সমাধান নয়। রাশিয়া ও ইউক্রেনের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মানুষ শান্তি চায়।’