বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন প্রেসিডেন্ট বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন প্রেসিডেন্ট বাইডেন
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন প্রেসিডেন্ট বাইডেন। ছবি: স্কাই নিউজ

উড়োজাহাজের সিঁড়ি বেয়ে উঠার সময় আবারও হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই পড়ে যাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়।


বার্তা সংস্থা ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিমানে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠার সময় প্রায় পড়েই গিয়েছিলেন প্রেসিডেন্ট। এর একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এতে দেখা যাচ্ছে, নিজেকে ধরার আগে সিঁড়ির ওপরের দিকে পড়ে যাচ্ছেন বাইডেন। এরপর তিনি ঢেউয়ের দিকে মুখ ফিরিয়ে বিমানে প্রবেশ করেন। 


জানা গেছে বিমানে চড়তে গিয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো হোঁচট খেলেন তিনি। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে জর্জিয়া ছেড়ে যাওয়ার সময় ডেকে আঘাত করার আগে তিনি দুবার হোঁচট খেয়েছিলেন।


এদিকে ২০২২ সালের মে মাসে তিনি অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসের এয়ার ফোর্স ওয়ান ধাপে হাঁটার সময় ক্ষণিকের জন্য ভারসাম্য হারিয়ে ফেলেন। আমেরিকার শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য লস অ্যাঞ্জেলেসে ফ্লাইট নেওয়ার আগে সিঁড়িগুলো মাউন্ট করার সময় তিনি ফের হোঁচট খেয়েছিলেন।