যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, নিহত ৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা,  নিহত ৭
ঘটনা স্থলে পুলিশের টহল

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় এক শিশুসহ ৭জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন কিশোরও রয়েছে। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান এ তথ্য জানিয়েছেন।

 

ফিলাডেলফিয়ার পুলিশ প্রধান ড্যানিয়েল আউট'ল এক প্রেস কনফারেন্সে জানান, হামলায় আরও কয়েকজন কিশোর আহত হয়েছে। এদের মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাথমিক স্কুলের সামনে তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।


এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।


জেবি/এসবি