দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণহারিয়েছে। নিহতদের মধ্যে মধ্যে এক কিশোরও রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা আহত হয়েছেন হয়েছেন আরও ২ বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কি.মি. দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান।
জানা গেছে, নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনী নিবাসী।