অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন পূর্ণিমা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:০৬ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩


অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন পূর্ণিমা
দিলারা হানিফ পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে ভ্রমণে গেছেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা।


ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করে অস্ট্রেলিয়া যাওয়ার খবর জানিয়েছেন পূর্ণিমা। ছবিটি তুলেছেন, নায়িকার স্বামী আশফাকুর রহমান রবিন।


এর আগে গত বছরের নভেম্বর মাসে স্বামীকে নিয়ে ওমরা করে এসেছেন পূর্ণিমা। সে সময়ও তাদের সঙ্গী হয়েছিল মেয়ে আরশিয়া উমাইজা।


প্রসঙ্গত, নাটক-সিনেমার পর ওটিটিতেও অভিষেক হতে যাচ্ছে পূর্ণিমার। খুব শিগগিরই ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ কর্মকর্তা রূপে হাজির হবেন তিনি।


জেবি/এসবি