পিকনিকের বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৮ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
রংপুরের পীরগঞ্জে পিকনিক বাসের চাপায় মমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বরদরগা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পীরগঞ্জের বড়দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য পাবনা জেলার সাথিয়া উপজেলার বাবুল হোসেনের ছেলে।
বরদরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে বগুড়া থেকে একটি পিকনিকের বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বরদরগা এলাকায় বাসটি পৌঁছালে পুলিশ কনস্টেবল মমিনুল ইসলাম রাস্তা পার হতে গেলে বাসটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় পিকনিকের বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক পলাতক রয়েছে।