আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১৮ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩
আবারও ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে দুই সপ্তাহ আগের ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। এবার দেশটির নিগদে প্রদেশে আঘাত হেনেছে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৭ মিনিটে বোর জেলায় আঘাত হানা ভূমিকম্পের গভিরতা ছিল সাত কিলোমিটার।
তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, প্রতিক্রিয়া দলগুলো যে কোনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে মাঠে রয়েছে।
এক টুইটবার্তায় তিনি বলেন, 'এই মুহূর্তে কোনো নেতিবাচক পরিস্থিতি নেই। ঈশ্বর আমাদের দেশ এবং আমাদের জাতিকে সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন।'
বোর জেলা ভূমিকম্প-বিধ্বস্ত তুর্কি-সিরীয় সীমান্ত অঞ্চল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।