এবার শক্তিশালি ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


এবার শক্তিশালি ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ফাইল ছবি

এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে।


রবিবার (২৬ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নিউ ব্রিটেন অঞ্চল।


ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার এবং রাতে জাপানের উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।


উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।