Logo

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১৩:৪৬
35Shares
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত
ছবি: সংগৃহীত

রবিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সংবাদমাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

২০১৮ সালের নির্বচনের সীমানা ৬টি আসনে পরির্তন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সংবাদমাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করা হয়েছে। আজই গেজেট হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এর আগেই ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের পরিকল্পনা ছিল ইসির।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সীমানা পুননির্ধারণ আইন অনুযায়ী, ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের জনসংখ্যার যতদূর সম্ভব ‘বাস্তব বণ্টনের’ ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে। এ ছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য ৩০০ নির্বাচনী এলাকার খসড়া তালিকা প্রণয়ন করতে হবে। 

বিজ্ঞাপন

পুনর্বিন্যাস করা এসব খসড়া সীমানা ইসি অনুমোদন দেওয়ার পর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর খসড়া সীমানার উপর দাবি-আপত্তি-সুপারিশ চাওয়া হবে। শুনানির মাধ্যমে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ নির্বাচনী এলাকার নতুন সীমানা চূড়ান্ত করা হবে এবং এরপর তা গ্রেজেট আকারে প্রকাশ করবে ইসি।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনেছিল ইসি।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD