জাকজমকপূর্ণ আয়োজনে ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’ অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩


জাকজমকপূর্ণ আয়োজনে ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’ অনুষ্ঠিত
‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’

জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’সাংস্কৃতিক অনুষ্ঠান ।


শনিবার (৪ মার্চ) বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশিত হয়। 


কুমিং ন্যাশনাল সং এন্ড ডান্স থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডমির পরিবেশনায়  এতে চীন থেকে আগত ২৬ শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় এই মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। 


এ আয়োজনে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, সিনিয়র কর্ণেল অব ডিফেন্স এটাচ ডিউ জিনশেং, কমার্শিয়াল কাউন্সেলর মি. সং ইয়াং, পলিটিক্যাল কাউন্সিলর মি. ওয়াং ঝিহং এবং কালচারাল কাউন্সিলর মি. ইয়ু লিওয়েন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আবুল মনসুর, মি. সাব্বির আহমদ চৌধুরী , সচিব (পশ্চিম), পররাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই চীনের শিল্পী ইয়াংঝো, ‘ব্লেজিং বা আশীর্বাদ’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন। ‘সং অব হর্স হার্ডিং বা অশ্ব পালনের গান’ শিরোনামে সংগীত পরিবেশন করে বিলুডা। 


এরপরে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’, দলীয় নৃত্য এবং বিশেষ এ্যাক্রোবেটিক শো পরিবেশিত হয়। দলীয় নৃত্য ‘রেড ফিশ’ নিয়ে আসে চীনের শিল্পীরা। চীনের শিল্পী জু ঝোওটিং এর পরিবেশনায় নৃত্য ‘হর্স রেইসিং বা ঘোড়দৌড়’। 


এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় হয় ‘ক্যাপ ডান্স’। মেহরাজ হক তুষার এর নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘আমার পরিচয়’। চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল নিয়ে আসে ‘রিং ডান্স’। ‘কালারফুল ইউনান বা রঙিন ইউনান’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন ইয়াং ইয়াং, বিলুডা। 


বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনা ‘সহজ মানুষ’ ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। ‘ক্যামেলিয়া স্লোক বা ক্যামেলিয়া ভার্স’ শিরোনামে সবশেষ চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। পরে অতিথি শিল্পীদের উত্তরীয় প্রদানের মা্ধ্যমে শেষ হয় ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’এর আয়োজন।