অনেক ধরণের শিল্পী আছে তারাই যথেষ্ট: রোজিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক এখনো থামেনি। এরই মধ্যে মিশা-জায়েদ প্যানেলের
নির্বাচিত সদস্যরা একে একে পদত্যাগ করছেন। সম্প্রতি রোজিনা কার্যনির্বাহী সদস্য পদ
থেকে পদত্যাগ করেছেন।
গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্য জানান, 'একটা সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। আমার মনে হয়, আমি সেই সময়টা দিতে পারবো না। সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। এছাড়া বেশিরভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এজন্য পদত্যাগ করেছি।'
তিনি
আরও বলেন, 'এখন অনেক ধরণের শিল্পী আছে। চলচ্চিত্রের জন্য আপাতত তারাই যথেষ্ট (যদিও
এটা বলা কষ্টের)।'
দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, 'আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি একটি অনুদানের সিনেমা বানিয়েছি। সেটার কাজ প্রায় শেষের দিকে। অবশ্যই সবাইকে জানিয়ে সিনেমাটি মুক্তি দিবো। আশা করি, আপনারা সবাই মিলে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে আমি আরও সিনেমা বানাতে উৎসাহী হবো।
এদিকে
রুবেল ঘোষণা দিলেন সহসভাপতির পদ থেকে পদত্যাগ করবেন।
গণমাধ্যমে
দেয়া বক্তব্যে এই নায়ক জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পদত্যাগপত্রটি তিনি শিল্পী
সমিতি বরাবর পাঠাবেন। পদত্যাগের কারণ হিসেবে নিজের ব্যস্ততাকে তুলে ধরেছেন তিনি।
রোজিনার
নতুন সিনেমার নাম 'ফিরে দেখা'। প্রায় দেড় বছর আগে সিনেমাটির কাজ শুরু হয়েছে। এতে অভিনয়
করেছেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, নিরব, স্পর্শিয়াসহ অনেকেই।
ওআ/