ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য শুরু হলো ৪ দিনব্যাপী ‘ওয়াংগালা নৃত্য’কর্মশালা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩:২২ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৩


ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য শুরু হলো ৪ দিনব্যাপী ‘ওয়াংগালা নৃত্য’কর্মশালা
ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের গারো “ওয়াংগালা নৃত্য” কর্মশালার আয়োজন করা হয়েছে । চলবে ১৯-২২শে মার্চ, ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা - বিকাল ৫টা পর্যন্ত জাতীয় নাট্যশালা ভবনের মহড়া কক্ষে। 


রবিবার (১৯ মার্চ) সকালে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক  লিয়াকত আলী লাকী।


এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রখ্যাত গারো নৃত্যগুরু মালা মার্থা আরেং, নৃত্য প্রশিক্ষক, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি এবং সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রভাতী রাংসা, নৃত্যশিল্পী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি। এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্যশিল্পী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীসহ প্রায় ৫০জন প্রশিক্ষণার্থী। ৪ দিনের কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা।


প্রসঙ্গত, সাধারণত গারো সম্প্রদায়ের ওয়াংগালা উৎসবকে কেন্দ্র করে এই ওয়াংগালা নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ও পৃষ্টপোষকতায় ৪ দিনব্যাপী এ ওয়াংগালা নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে।