১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

বলিউড অভিনেত্রী কাজল মাত্র ১১ বছর বয়সে এক বন্ধুর সঙ্গে বোর্ডিং স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। এর পেছনে কারণ ছিল ঠাকুমার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছে। মুম্বাই থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও ঠাকুমার শারীরিক অসুস্থতার খবরে তাকে দেখতে যাওয়ার জন্য বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য লাল্যানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্মৃতিচারণা করেছেন তিনি।
এ সময় কাজল জানান, তার পরিবারের চার প্রজন্মের নারীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। প্রপিতামহী, ঠাকুমা, মা এবং তিনিই থাকতেন একসঙ্গে। কিন্তু পড়াশোনার জন্য মুম্বাই থেকে পাঁচ ঘণ্টার দূরত্বে মহারাষ্ট্রের পঞ্চগনির বোর্ডিং স্কুলে থাকতেন তিনি। সেই সময় জানতে পারেন, ঠাকুমার শারীরিক অবস্থা ভালো নয়। মাকে ফোন করলে পরীক্ষা চলার কারণে বাড়ি ফিরতে দিতে চাননি তিনি। ডিসেম্বরে ছুটি হলে আসতে বলেন।
আরও পড়ুন: তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন
কাজল বলেন, ‘তখন আমার বয়স ১১। আমার আরেক বন্ধু ছিল যে হোস্টেলে খুশি ছিল না, তাই আমরা দুজনেই পালানোর পরিকল্পনা করি। ঠিক করি, আমরা মুম্বাই চলে যাব।’
স্থানীয় অভিভাবক ছিলেন তার মামা। কাজল মামাকে জানান, মা তাকে বাড়ি যেতে বলেছেন। মামাকে অনুরোধ করেন বাসস্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিতে। বাসের জন্য অপেক্ষা করার সময় নান এসে তার কান ধরে স্কুলে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনাটি নিয়ে কাজল বলেন, বোর্ডিং স্কুলের দিনগুলো তাকে অনেক কিছিই বাস্তবে শিখিয়েছে, জীবনের গভীরতা উপলব্ধি করতে শিখিয়েছে। সেই কারণে তিনি বোর্ডিং স্কুলের পক্ষে মত দেন। বলেন, ‘আমি বোর্ডিং স্কুল খুব পছন্দ করি। নাইসাকে পাঠিয়েছিলাম। এখন আমার ছেলে যুগকেও সেখানে পাঠানোর পরিকল্পনা করছি।’
আরও পড়ুন: তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন
কাজলের এই শৈশবের গল্প তার ভক্তদের মধ্যে নতুন কৌতূহল জাগিয়েছে। মায়ের সঙ্গে তার আবেগময় সম্পর্কের কথা জানা থাকলেও, ঠাকুমার জন্য তার এই ভালোবাসার উপাখ্যান হয়তো অনেকেই জানতেন না।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিমানে প্রেমিকের সঙ্গে ধরা শ্রদ্ধা, ভিডিও ভাইরাল হতেই রাভিনার ক্ষোভ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা
