জাস্টিন বিবারের পার্টিতে গুলি, র‌্যাপার কোডাক ব্ল্যাকসহ আহত ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাস্টিন বিবারের পার্টিতে গুলি, র‌্যাপার কোডাক ব্ল্যাকসহ আহত ৪

ফের বিতর্কে কানাডিয়ান জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। তবে এইবার একদম অনঅভিপ্রেত কারণে সংবাদ শিরোনামে এই পপ সেনসেশন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে লস আঞ্জেলেসের একটি রেস্তোরাঁর বাইরে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। এসময়ে সেই রেস্তোরাঁর ভেতরে জাস্টিন বিবারের তারকাবহুল আফটার কনসার্ট পার্টি চলছিল।

হলিউড লাইফের সূত্রে জানা গেছে, আহতদের বয়স যথাক্রমে ৬০, ২২, ২০ ও ১৯ বছর। তাদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, পপ সেনসেশন জাস্টিন বিবারের কনসার্টের পরে ওই রেস্টুরেন্টে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, র‌্যাপার কোডাক ব্ল্যাক রেস্টুরেন্টের বাইরে একদল লোকের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। এ সময় লাল ফেরারিতে আসা একদল যুবকের সঙ্গে ঝগড়া হয় কোডাকের। এরপরই গোলাগুলি শুরু হয়। বন্দুকধারীরা কোডাকের পরিচিত বলে জানা গেছে।

পার্টিতে অতিথিদের মধ্যে ছিলেন জেফ বেজোস, তার বান্ধবী টিভি উপস্থাপক লরেন সানচেজ, অভিনেতা অ্যান্থনি রামোস, হেইলি বল্ডউইন, কোহল কার্দাশিয়ান, টবি ম্যাগুয়ারসহ অনেকে। তবে এমন কিছু ঘটতে চলেছে তা ক্ষুণাক্ষরেও ভাবেননি জাস্টিন বিবার।

এই ঘটনা কারা ঘটিয়েছে কিংবা কী কারণে ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওআ/