এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:৪২ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী
ছবি: সংগৃহীত

দুর্গাপুজার শুটে একসঙ্গে ধরা দিলেন টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি ও বর্তমান স্ত্রী শুভশ্রীকে একই ফ্রেমে দেখে চমকে গেছেন নেটিজেনরা।


আরও পড়ুন: বনি আমার হাত শক্ত করে ধরেছিল: কৌশানী মুখার্জি


মেকআপ ভ্যানে শুটিং চলাকালীন শুভশ্রীকে বলতে শোনা যায়, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।” সেই সময়ই শুভশ্রীর গালে চুমু দেন মিমি। মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


আগে এক মিউজিক ভিডিওতে একসঙ্গে থাকলেও শুট হয়েছিল আলাদাভাবে। এবার দুর্গাপুজার বিশেষ বিজ্ঞাপনে সব দূরত্ব ভেঙে প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারা।


আরও পড়ুন: বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা


বর্তমানে শুভশ্রী ব্যস্ত ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’ নিয়ে, আর পুজোয় মুক্তি পাচ্ছে মিমির ‘রক্তবীজ ২’। রাজের প্রাক্তন ও বর্তমানের এই বন্ধুত্বই এখন টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।


আরএক্স/