৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


৬ উইকেট  হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
সংগৃহীত

টানা ২ ম্যাচ টস হারের পর তৃতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছিল বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই বাংলাদেশ। 


শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।


৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫২ রান। শামিম অপরাজিত আছেন ৫ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার রিশাদের সংগ্রহ ৬ রান।


আগের ম্যাচেই রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর আজ পুরোপুরি ব্যর্থ লিটন দাস। ইনিংসের প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। সাজঘরে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। অ্যাডায়ারের করা প্রথম বলটি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, খাট লেন্থের এই বল ডিপ পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকা ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। তার ব্যাট থেকে এসেছে ৪ বলে ৫ রান।


লিটনের পর উইকেটেভ এসে থিতু হতে পারেননি শান্তও। ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল, সেখানে ছক্কা হাকাতে গিয়ে টাইমিং করতে পারেননি তিনি। তাতে মিড অফে ধরা পড়েন। এই টপ অর্ডার ব্যাটারের ইনিংসের দৈর্ঘ্য ছিল ৮ বল। সেখানে তিনি সংগ্রহ করতে পেরেছেন ৪ রান। 


আগের দুই ম্যাচে দুর্দান্ত শুরু করা দুই ওপেনারের কেউই এদিন সুবিধা করতে পারেননি। লিটনের পথেই হেটেছেন রনিও। তবে শুরুটা ভালো ছিল এই ওপেনারের। কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না। চতুর্থ ওভারের পঞ্চম বলে ডীপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৪ রান। তার বিদায়ে ২৪ রানেরভ মধ্যেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারাল বাংলাদেশ। 


লিটন-শান্তদের সঙ্গে এদিন ব্যর্থতার মিছিলে যোগ দেন সাকিব আল হাসানও। পাওয়ার প্লের শেষ ওভারে পুল করতে গিয়ে হোয়াইটের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ রান। তার বিদায়ে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।