Logo

চঞ্চলে মুগ্ধ আলম আরা মিনুর

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৩, ০৬:৪৯
44Shares
চঞ্চলে মুগ্ধ আলম আরা মিনুর
ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা আমার হলে গিয়ে দেখার সুযোগ হয়েছে

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতার নির্মাতা শ্রীজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করছেন। প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিতব্য এ সিনেমার পোস্টার দেখে চঞ্চলের প্রশংসাও করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।

সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হয় বরেণ্য সঙ্গীতশিল্পী আলম আরা মিনুর। দেখা হওয়ার পরই আড্ডায় মেতে উঠেন এ দুই তারকা।

বিজ্ঞাপন

আলম আরা মিনু বলেন , ‘চঞ্চল চৌধুরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা আমার হলে গিয়ে দেখার সুযোগ হয়েছে। মনপুরা, আয়নাবাজি, হাওয়া-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কী চমৎকার হাস্যোজ্জ্বল আর বিনয়ী একজন মানুষ! আমার সঙ্গে নিজে থেকেই আগ্রহ নিয়ে কথা বলেছেন, ছবি তুলেছেন। আমাকে যে সম্মান দেখিয়েছেন-এটাইতো শিল্পী হিসেবে আমরা আশা করি। সত্যিই, চঞ্চলের ব্যবহারে আমি মুগ্ধ। সেইসাথে তার জন্য অনেক অনেক শুভ কামনা। আগামীতেও চঞ্চল আমাদেরকে আরো ভালো ভালো গল্পের সিনেমা উপহার দেবেন।’

বিজ্ঞাপন

এদিকে,  চঞ্চল চৌধুরী আগামী ঈদের জন্য একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD