ক্ষমা চাইলেন উরফি জাভেদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৩
ভারতের আলোচিত-সমালোচিত অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাকের সব সময় ট্রলের শিকার হন এই অভিনেত্রী। এতে তার কোনকিছু যায় আসেনি!
তবে সম্প্রতি পোশাক বিতর্কে জড়িয়ে ভিন্ন এক সুর উরফি। সকলের কাছে ক্ষমা চেয়েছেন এই স্টাইলিশ তারকা। সেই সঙ্গে ঘোষণা দেন, তিনি এমন কোনো পোশাকই আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত করে।
শুক্রবার (৩১ মার্চ) ক্ষুদ্র ব্লগ সাইয় টুইটারে একটি পোস্ট দেন উরফি। ক্যাপশনে লিখেছেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য। আমি যে ধরনের পোশাক পরি, সেই জন্যও ক্ষমা চাচ্ছি।
তিনি আরও বলেন, এখন নতুন এক উরফিকে দেখবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরবো আমি।