করোনায় আক্রান্ত প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


করোনায় আক্রান্ত প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা

যুক্তরাজ্যের রানী এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের আবাসিক ভবন ক্ল্যারেন্স হাউসের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন এই তথ্য।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি ) বিবৃতিতে ক্ল্যারেন্স হাউসের কর্মকর্তারা বলেন, ‘মাননীয় ডাচেস অব কর্নওয়াল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি সেলফ-আইসোলেশনে আছেন।

এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি ক্ল্যারেন্স হাউসের বিবৃতিতে।

এদিকে, গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লস। এর আগে ২০২০ সালের মার্চে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা উভয়েই করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, নিয়েছেন তৃতীয় বা বুস্টার ডোজও।

১৯৪৭ সালে যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে জন্ম নেওয়া ক্যামিলার সঙ্গে প্রিন্স চার্লসের প্রথম পরিচয় হয়েছিল ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে। তবে তা পরিণয়ে গড়াতে সময় লেগেছে বহু বছর।২০০৫ সালে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে, যুক্তরাজ্যের রাজ পরিবারের সূত্র জানিয়েছে, করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার ২ দিন আগে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চার্লস। তবে ৯৬ বছর বয়সী রানীর মধ্যে এখনও করোনার কোনো উপসর্গ দেখা যায়নি বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে রাজ পরিবারের সূত্র।

 জি আই/