১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত।
স্থানীয়
সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া হয়।
১১
থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীদের ধর্ষণের অভিযোগে গত বছর হেরি বীরাওয়ান নামের ওই ব্যক্তির
বিরুদ্ধে মামলা হওয়ার পর বিষয়টি শোরগোল ফেলে দেয়।
বীরাওয়ান
স্কুলটির ধর্মীয় বিষয়ের শিক্ষকও ছিলেন। তিনি ২০১৬ সাল থেকে ওই ছাত্রীদের ধর্ষণ করে
আসছিলেন। এদের মধ্যে আট ছাত্রী নয় সন্তানের জন্ম দেয়।
বিচারে
আইনজীবীরা বীরাওয়ানের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। তবে বানদুং জেলা আদালতের বেঞ্চ ৩৬ বছর
বয়সী এই শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।
প্রজননক্ষমতা
নষ্ট করার অভিযোগে আইনজীবীরা বীরাওয়ানের সাজা দাবি করেছিলেন, আদালত তাও খারিজ করে দেয়।
গত
বছর মার্চে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক ছাত্রীর পরিবারের অভিযোগের পর বছরখানেক
ধরে চলা এই যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে।
পশ্চিম
জাভার বানদুং শহরে ইসলামিক বোর্ডিং স্কুলটি খোলার পর থেকেই ছাত্রীদের যৌন নির্যাতন
করে আসছিলেন বীরাওয়ান।
বীরাওয়ান
দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি এবং প্রণোদনার প্রলোভন দেখিয়ে স্কুলে
আনতেন।
তার
স্কুলে যেসব গরিব ছাত্রী ভর্তি হতো তাদের অধিকাংশই পরিবার থেকে দূরে থাকত। স্কুলে ভর্তির
পর ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হতো এবং বছরে একবার তারা পরিবারের সঙ্গে যোগাযোগের
সুযোগ পেত। সূত্র: বিবিসি
ওআ/