Logo

নিপুণকে হুমকি, বনানী থানায় জিডি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
16Shares
নিপুণকে হুমকি, বনানী থানায় জিডি
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে হুমকি পেয়েছেন জানিয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। মঙ্...

বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে হুমকি পেয়েছেন জানিয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

নিপুণ বলেন, ‘গতকাল (সোমবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আমি বনানীর বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি বনানী থানায় জিডি করেছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে নিপুণ দাবি করেন, তিনি এখনও বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক। 

তার দাবি, আদালত তার পক্ষে রায় দিয়েছেন।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD