বাপ্পি লাহিড়ি ভারতের প্রথম রকস্টার: আদনান সামি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাপ্পি লাহিড়ি ভারতের প্রথম রকস্টার: আদনান সামি

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ি। না ফেরার দেশে চলে গেলেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুতে টুইট করেছেন আদনান সামি। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী লিখেছেন, ‌‘বাপ্পি লাহিড়ি ভারতের প্রথম রকস্টার। তার হৃদয় ভালোবাসা ও উদারতায় পূর্ণ ছিল। তাকে খুব মিস করবো। ‘চলতে চলতে... মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা... কাভি আলভিদা না কেহ না.. কাভি আলভিদা না কেহনা... (আমার এ সঙ্গীত মনে রাখবেন, কখনো বিদায় বলবেন না) শান্তিতে থাকুন প্রিয় বাপ্পি দা...’

বাপ্পী লাহিড়ির সঙ্গে নিজের তিনটি ছবি পোস্ট করে আরেকটি টুইটে আদনান সামি লিখেছেন, ‌‘দিল মে হো তুম... আঁখো মে তুম (আমার হৃদয়জুড়ে আপনি, আমার নয়নজুড়ে আপনার বসবাস)

১৯৭০ থেকে ৮০র দশকে হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জগতে অন্যতম এক নাম বাপ্পি লাহিড়ি। গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবেও সমান পরিচিত ছিলেন তিনি। ডিস্কো ডান্সার, চালতে চালতেসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

ওআ/