ব্রাজিলে ভয়াবহ বন্যায় ১৮ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে মঙ্গলবার প্রবল বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
রিও ডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘন্টায় ভুমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সবশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।
সামজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে।
এছাড়া, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকান-পাট। ছয় ঘন্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।
ব্রাজিলের আবহাওয়া বিভাগ বলছে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আর না থাকলেও আগামী কয়েক ঘন্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
রাশিয়া সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট জায়ের বালসেনারো এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি এই ট্রাজেডি সম্পর্কে অবগত আছেন।
তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। এরিমধ্যে সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ শুরু করেছেন।
এসএ/