ইন্টারের বেখেয়ালি রক্ষণ, লিভারপুলের জয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইন্টারের বেখেয়ালি রক্ষণ, লিভারপুলের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে লিভারপুল। হেডে ফিরমিনো দলকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি স্পটের কাছ থেকে জাল খুঁজে নেন সালাহ।

প্রথমার্ধে দুই দলই গতিময় ও আক্রমণাত্বক ফুটবল খেলায় গোলশূন্য থাকা ম্যাচও উপভোগ্য হয়ে উঠছিল। তবে গোলের উদ্দেশে শট বেশি নিতে পারে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরেছিল ইন্টার। অল রেডস শিবিরে একের পর এক অ্যাটাকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে স্বাগতিকরা। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। সেগুলো কাজে লাগাতে পারেননি। কিন্তু, এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। ৭৫ মিনিটের সময় লিড নেয় লিভারপুল। দুরের পোস্টে করা নিখুঁত হেডে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো। ৮৩তম মিনিটে ইন্টারের বেখেয়ালি রক্ষণের সুযোগ নিয়ে গোল দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নেওয়া ফ্রি কিক বক্সের সামনে লাফিয়ে উঠে নিয়ন্ত্রণে নেন ভার্জিল ফন ডাইক। বল তার মাথা ছুঁয়ে চলে আসে সালাহর সামনে। সালাহ শট নেন। বল সবাইকে ফাঁকি দিলে জালে প্রবেশ করে। এতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় লিভারপুল।

আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। তবে সান সিরোর জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল। 

এসএ/