ফ্রান্সের পার্লামেন্ট হিজাব নিষিদ্ধ বিল উত্থাপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফ্রান্সের পার্লামেন্ট হিজাব নিষিদ্ধ বিল উত্থাপন

সম্প্রতি ফ্রান্সের পার্লামেন্ট ক্রীড়া প্রতিযোগিতায় হিজাব নিষিদ্ধ করার লক্ষে একটি বিল উত্থাপন করার প্রয়াশ হচ্ছে। উত্থাপিত বিলের একটি ধারা রয়েছে, যেখানে বলা হয়েছে যে, ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ইভেন্টগুলোতে "স্পষ্ট ধর্মীয় প্রতীক পরিধান করা নিষিদ্ধ"।

একটি খসড়া বিল যা ক্রীড়া প্রতিযোগিতায় হিজাব পরা নিষিদ্ধ করবে, তা ফ্রান্সের জাতীয় পরিষদে পাস হওয়ার কথা বুধবার। কিন্তু এর পূর্বে সিনেট বিলটি পাশ করতে অস্বীকৃতি জানায়।

বিলটিতে একটি ধারা রয়েছে, যা পূর্বে রক্ষণশীল-আধিপত্যের উচ্চকক্ষ দ্বারা একটি সংশোধনী হিসাবে যুক্ত করা হয়েছিল। যা ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ইভেন্ট এবং প্রতিযোগিতায় "স্পষ্ট ধর্মীয় চিহ্ন পরিধান নিষিদ্ধ" বলে উল্লেখ করে।
তবে নিম্নকক্ষে সরকার ও তার সহযোগীরা এই পদক্ষেপের বিরোধিতা করছে।
 
এখন এই বিষয়ে জাতীয় পরিষদের চূড়ান্ত ভোট বাকি রয়েছে। যার মধ্য দিয়েই নির্ধারিত হবে এই বিলের ভবিষৎ।

এসএ/