বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দুই
বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার
(১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর
আগে ভোরেই যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ি।
ভারতীয়
গণমাধ্যমে বলা হয়েছে, সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সাজানো ট্রাকে
বাপ্পা লাহিড়ীর অন্তিম যাত্রা শুরু হয়। লাহিড়ি হাউস থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের
দুরত্ব ১০ মিনিটের হলেও সেখানে বাপ্পার মরদেহ পৌঁছতে সময় লাগে এক ঘণ্টা । শেষবারের
মতো তাকে এক নজর দেখতে পথে পথে ভিড় করেন ভক্তরা, শুভাকাঙ্খীরা।
বাপি
লাহিড়ীতে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা
সিং, বিন্দু দারা সিংয়ের মতো তারকারা।
বুধবার
(১৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে যান লাহিড়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
গত
বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
১৯৭০
থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো
ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে
সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান বাগি- ৩ এর জন্য।
ওআ/