গুগল ডকসের নানা সুবিধা

এর জন্য ফাইলটিতে ‘রাইট ক্লিক’ করুন। সেখান থেকে শেয়ার করার জন্য একটি লিঙ্ক তৈরি করুন।
বিজ্ঞাপন
বিশ্বের শীর্ষ টেক জায়েন্ট গুগল। এই প্রতিষ্ঠানের গুগল ডকস লেখালিখির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। গুগল ড্রাইভে শুধু নিজের নথিগুলো সংরক্ষণ করা যাবে, তাই নয়। সেগুলো অনলাইনে শেয়ারও করতে করা যায়।
এর জন্য ফাইলটিতে ‘রাইট ক্লিক’ করুন। সেখান থেকে শেয়ার করার জন্য একটি লিঙ্ক তৈরি করুন। যত মানুষের সঙ্গে ফাইলটি শেয়ার করতে চান ব্যবহারকারী তাদের সঙ্গে শেয়ার করা যাবে।
বিজ্ঞাপন
অনেকের জানা নেই যে, গুগল ড্রাইভে যে কোনো ধরনের ফাইল রাখা যায়, সেটি যে কোনো ফরম্যাটই হোক না কেন। ড্রাইভ, পিডিএফ, ওয়ার্ড, ইমেজ, মিউজিক এবং আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে এখানে।
বিজ্ঞাপন
এ ছাড়া গুগল ড্রাইভে টাইপ করা ছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমেও টাইপ করা যায়। এতে বাংলা, ইংরেজিসহ অনেক ভাষায় ভয়েস টাইপিং করতে পারবেন। এমনকি গুগল ডকসে লেখাসহ নিজের মন্তব্য ট্যাগ করতে পারবেন।
জেবি/এসবি









